শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭.পৌষ.১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৬ জানুয়ারি ২০২৪

নির্বাচনের দিনেও বন্ধ থাকছে বিএনপি কার্যালয়

নির্বাচনের দিনেও বন্ধ থাকছে বিএনপি কার্যালয়
বিএনপি কার্যালয়ে তালা ঝুলছে, ছবি: পলিটিক্সবিডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে সবচেয়ে শক্তিশালী দল ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো বিজয়ী হতে যাচ্ছে। অন্যদিকে ভোটের দিন রবিবারও বিএনপি কার্যালয় থাকছে তালাবদ্ধ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নেওয়ায়- এবারের নির্বাচন বর্জন করেছে সরকারবিরোধী বড় রাজনৈতিক দল বিএনপি। টানা দুই মাসের বেশি সময় ধরে দলটির প্রধান কার্যালয়ে ঝুলছে তালা।

শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনের তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের সামনে পাহারা দিচ্ছে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ কেন্দ্র করে রাজধানীতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য ও একজন দলীয় কর্মী নিহত হন। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সেদিন রাতেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। অর্থ্যাৎ রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও দলটির প্রধান রাজনৈতিক কার্যালয় তালাবদ্ধই থাকছে।

২৮ অক্টোবরের সংঘর্ষের ধারাবাহিকতায় কারাগারে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ অনেকে। কারাগারের বাইরে থাকা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকেই রয়েছে আত্মগোপনে। দলের শীর্ষ সারির অন্যান্য নেতা যারা বাইরে আছেন, যেকোনো সময় তাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে এমন বক্তব্য এসেছে পুলিশের পক্ষ থেকে।

এছাড়া ২০২২ সালের ১০ ডিসেম্বরে রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এই কার্যালয়ে তালা দেয় পুলিশ। এর আগে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। সেসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করেছিলো, বিএনপি কার্যালয়ের ভেতরে বোমা পাওয়া গেছে। সেই বোমা সেসময় বিএনপি কার্যালয়ের সামনেই নিরাপদ বিস্ফোরণ ঘটায় পুলিশ। এর আগে ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের শাসনামলেও দীর্ঘদিন দলটির নয়াপল্টন কার্যালয় বন্ধ ছিল।

এই পুরো সময়জুড়েই বিএনপি অফিসে পুলিশ সদস্যদের টানা অবস্থান দেখা গিয়েছে। শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় বিএনপি কার্যালয় ছাড়াও এর আশেপাশে পুলিশ লাইন্স হাসপাতাল ও বিজয়নগর নাইটিঙ্গেল মোড়েও পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাবের উপস্থিতিও রয়েছে। সবমিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০জন সদস্য পল্টন এলাকায় অবস্থান নিয়েছেন।

সেখানে পাহারারত পল্টন থানার এএসআই রেহান ঢাকা টাইমসকে জানান, এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ভোট ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সতর্ক অবস্থানে আছেন তারা।

জাতীয় নির্বাচন চলাকালীন বিরোধীদলের রাজনৈতিক প্রধান কার্যালয় বন্ধ করে দেয়াকে ‘বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি নেতারা।