বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ৯.মাঘ.১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ৩ জানুয়ারি ২০২৪

পুরান ঢাকায় মৎস্যজীবী দলের নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ

পুরান ঢাকায় মৎস্যজীবী দলের নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ
ছবি: পলিটিক্সবিডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীর নববাপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রসঙ্গত, বিএনপিসহ সমমনা দল ও জোটগুলোর লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পুরানা ঢাকার ওয়ারী থানার নবাবপুর রোডে (ঠাটারি বাজারের সামনে থেকে আলু বাজার মোড় পর্যন্ত) লিফলেট বিতরণে নেতৃত্ব দেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মো. শাহ আলম ও সদস্য সচিব কেএম সোহেল রানা, কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, হাজী আবু বক্কর সিদ্দীক, ইব্রাহিম চৌধুরী, এইচএম আবু সাঈদ ও মহানগরের দক্ষিণের অন্যতম নেতা শাহাদত হোসেন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মনজুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন রিপন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ সোহেল খান, মো. ইব্রাহিম খলিল, লাকি হাওলাদার, ওয়ারী থানার সভাপতি ফারুক মিয়া ও সাধারণ সম্পাদক শাকিল, শাহবাগ থানার সাধারণ সম্পাদক মো. কাউসার, সিনিয়র সহ-সভাপতি মো. কবির, যুগ্ম সম্পাদক মো. সিরাজ ও সহ সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল মিয়া, কদমতলী থানার সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ও মো. কামাল, যাত্রাবাড়ী থানার সভাপতি আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক আল হেলাল প্রমুখ।