সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬.পৌষ.১৪৩১

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১৩ জানুয়ারি ২০২৪

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা জোভান

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা জোভান
ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল শুক্রবার বিয়ে করেছেন ছোট পর্দার এ অভিনেতা।

জানা যায়, জোভানের স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ই তাদের সম্পর্কের বিষয়টি কাছের কয়েকজন জানতেন। 

জোভানের কাছের একজন পরিচালক জানান, জোভানের স্ত্রী থাকেন পুরান ঢাকায়। বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল রাত ৯টার দিকে জোহান একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে তিনি লিখেছেন ‘...অ্যান্ড উই বোথ সাইড আলহামদুলিল্লাহ, কবুল।’ 

এরপর এই অভিনেতা কিছুটা সময় চেয়েছেন নিজের বিবাহিত জীবন প্রসঙ্গে কথা বলার জন্য।