এনবিআর চেয়ারম্যানের মেয়াদ বাড়লো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আরও দুই বছর বেড়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরির চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আগামী ৬ জানুয়ারি যোগ দেওয়ার তারিখ থেকে পরের দুই বছর মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
২০২০ সালের ৬ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান হিসেবে যোগ দেন রহমাতুল মুনিম। সেই হিসাবে আগামী ৬ জানুয়ারি তার নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের আগেই পুনঃনিয়োগের প্রজ্ঞাপন এল।
এনবিআরে আসার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ৩৪ বছরের কর্মজীবনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ মাঠ প্রশাসনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন রহমাতুল মুনিম।
২০১৮ সালের ৯ মে থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ছিলেন জ্বালানি বিভাগের দায়িত্বে। এর আগে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব পদে) পদে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী অভিজ্ঞ এই আমলা সিরাজগঞ্জের বাসিন্দা।