বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ৯.মাঘ.১৪৩১

হবিগঞ্জ প্রতিনিধি  

প্রকাশিত: ১৯:৪৯, ৭ জানুয়ারি ২০২৪

ঈগল প্রতীকে এগিয়ে ব্যারিস্টার সুমন

ঈগল প্রতীকে এগিয়ে ব্যারিস্টার সুমন
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে এগিয়ে আছেন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ আসনে তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩টি কেন্দ্রে ব্যারিস্টার সুমন পেয়েছেন ২২ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম মাহবুব আলী পেয়েছেন ছয় হাজার ৩৪৭ ভোট। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি।